
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়ান স্টার ‘ইকো স্পোর্টস একাডেমি’-র বিশেষ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও-র প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
ইকো স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বিশেষ পরিকল্পনা সভায় গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইকো স্পোর্টস একাডেমির চেয়ারম্যান ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। স্পোর্টস একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আরও আলোচনা করেন ইএসডিও-র প্রতিষ্ঠাতা পরিচালক ও ইকো স্পোর্টস একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো স্পোর্টস একাডেমির টিম লিডার শ্বাশত জামান।
এ সময় আলোচনায় অংশ নেন বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফুটবল সংগঠক গুলজার রহমান (মামুন), ইভেন্ট ম্যানেজার সন্তোষ রায়, উত্তম কুমার বর্মন, ফুটবল কোচ মো. খায়রুল বাশার, ফুটবল সংগঠক আসাদুজ্জামান শামিম।