ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষাসামগ্রী বিতরণ

শিক্ষাসামগ্রী বিতরণ

সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২০৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ গত বুধবার বিকালে বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম বাদশা, সোনাগাজী সরকারি ছাবের পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবদীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত