ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চতুরবাড়ী বিওপি উদ্বোধন

চতুরবাড়ী বিওপি উদ্বোধন

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মধ্যবর্তী এলাকায় নব-নির্মিত চতুরবাড়ী বিওপি উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার। গতকাল বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চতুরবাড়ী বিওপির উদ্বোধন করেন, ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের, পিএসসি, জি+, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিরাপত্তা, আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ এবং দিবা-রাত্রি ৭/২৪ ঘণ্টা দেশের সীমান্ত রক্ষা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় দুইশত কিমি সীমান্ত সুরক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে। এই ব্যাটালিয়নের ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় চতুরবাড়ী নামক স্থানে চতুরবাড়ী বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিওপি উদ্বোধনের পরবর্তীতে আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা- চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আরও বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সব প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরুপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সবার সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মতো ভবিষ্যতেও স্থানীয় জনগণ সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত ‘চতুরবাড়ী বিওপি’ এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি-র কল্যাণ কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত