
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের খেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে হাজির হন। গতকাল শুক্রবার সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের খেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন।