ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোরিয়ান প্রতিনিধিদলের ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন

কোরিয়ান প্রতিনিধিদলের ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন

অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে, দেশের একমাত্র দীর্ঘ ঝুলন্ত সেতু চাঁদপুর-মুন্সিগঞ্জ জেলা সংযোগে মতলব-গজারিয়া সেতু প্রকল্প। একনেক সভায়ও প্রকল্পটি অনুমোদিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মতলব অংশে ওই প্রকল্পের অর্থ যোগানদাতা দক্ষিণ কোরিয়ান কোম্পানি প্রতিনিধি দল প্রকল্পটি পরিদর্শনে আসেন। এ সময় তারা হেলিকপ্টারযোগে পুরো প্রকল্প স্থান ঘুরে দেখেন। কোরিয়ান প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন চাঁদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ ড. জালাল উদ্দিন।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ড. জালাল উদ্দিন বলেন, আমি দীর্ঘ ২৭ বছর আগে থেকেই এই ব্রিজটি কাজ করছিলাম। এরইমধ্যে অনেকেই এ সেতু প্রকল্প নিয়ে কাজ করেছেন। এটিই হচ্ছে দেশের একমাত্র বৃহত্তর ঝুলন্ত সেতু। একনেকে প্রকল্পটি অনুমোদন হয়ে আছে, এখন অর্থ যোগান হলেই কাজ শুরু হবে। সেই অর্থ যোগানদাতা দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি দল টেকনিক্যাল কিছু বিষয় দেখতে ফিজিক্যালি পরিদর্শনে আসলেন। আগামী নির্বাচনের পর দলীয় সরকার ক্ষমতায় আসার পরপরই কাজ শুরু হবে। প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। পুরো টাকাই নামমাত্র সুদে দক্ষিণ কোরিয়া অর্থায়ন করবে। তিনি আরও বলেন, কোরিয়ান সরকারের এটাই শেষ প্রকল্প না। সামনে আরও অনেক প্রকল্পে তারা অর্থায়ন করবেন।

কোরিয়ান প্রতিনিধি দলে ছিলেন- মিস্টার বিয়ন, মিস্টার পার্ক, মিস্টার সিন ও তাদের সহযোগী বাবলু ভূইয়া। মিস্টার বিয়ন বলেন, আমরা বুঝতে পেরেছি ব্রিজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সেতু বাস্তবায়নে আমরা কাজ করছি। আপনারা ড. জালাল উদ্দিনের সঙ্গেই থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত