ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে তিন বসতঘর পুড়ে ছাই

দুর্গাপুরে তিন বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘরে আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সুমন মার্কেট সংলগ্ন চারিয়া এলাকার মৃত নবী হোসেনের পুত্র মুজিবুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে মুজিবর রহমান, লতিফ মিয়া, মানিক মিয়া ও মাওলানা বাবুল মিয়ার বসত ঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তারা দেখতে পান তাদের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। এ অগ্নিকাণ্ডে ঘটনায় মুজিবর রহমান আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। ভয়াবহ আগুনে তিনটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হেয়ে গেছে। চল্লিশ হাজার টাকা, জমির দলিলসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। মুজিবুর রহমান একজন প্রতিবন্ধী ও দিনমজুর। অন্য ভাই লতিফ মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক পাহাড়ি বাবুল বলেন, ঘরে হঠাৎ করে একজন বলতে মুজিবর রহমানের ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ডাকচিৎকার দিলে সবাই এগিয়ে এসে আগুন নিভানোর জন্য প্রাণপণে চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ কেনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসিএসে দেখি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। সে অবস্থায় আমরা কাজ শুরু করি। শর্ট সার্কিটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা আফরোজ বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করব। পরিবারটির পাশে দাড়ানোর জন্য সব বিত্তবানদের এগিয়ে আসা উচিত। উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত