ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে শ্রমিক দলের গণসংযোগ

গোয়ালন্দে শ্রমিক দলের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করতে গণসংযোগ ও শো-ডাউন করেছে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল। নির্বাচনি মাঠে সক্রিয় নেতাকর্মীদের এই মহাসমাবেশ এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। গতকাল শুক্রবার গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে বিশাল মোটরশোভাযাত্রা বের হয়। সহস্রাধিক মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও অটোভ্যানের বহর নিয়ে শো-ডাউনটি দৌলতদিয়া টার্মিনাল থেকে শুরু হয়ে গোয়ালন্দ বাজার অতিক্রম করে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

গণসংযোগে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক উসমান খান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জামাল ফকীর, ফেরদৌস দেওয়ান, মো. সুমন মোল্লা, উপজেলা পরিবহণ শ্রমিক দলের সভাপতি শহীদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত