
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার রাতে রামু রাবারবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস। তিনি জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ‘ইউরো কোচ’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক হেল্পার আবু বক্কর সিদ্দিক স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে।