
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহের ব্যবধানে ছয়টি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। লোকালয় থেকে একের পর এক অজগর উদ্ধারের খবরে আতঙ্কে ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এসব অজগর হাওরে মাছ ধরার জাল এবং ধানখেত থেকে উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরগুলোর বেশিরভাগই আটকা পড়েছে বাগান ও হাওর সংলগ্ন কৃষি জমির ফসল রক্ষার জন্য দেওয়া জালে। সর্বশেষ গত শুক্রবার পৃথক দুটি এলাকা সদর ইউনিয়নের নওয়াগাঁও এবং হাইল হাওরের ভূবন বেরি অঞ্চল থেকে দুটি অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের সদস্যরা।