ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আবদুল আউয়াল মিন্টু

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

উপজেলা বিএনপির উদ্যোগে সোনাগাজী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে গতকার শনিবার দুপুরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এমন প্রত্যাশা করেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন সংগ্রামী অনুসরণ ও অনুকরণের প্রতীক। তিনি বাংলাদেশের মা মাটির সঙ্গে মিশে আছেন। আজ তার গভীর সংকটময় মুহূর্তে সকলে আমরা তার জন্য দোয়া করব।

তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার অসুস্থতার খবরে পুরো বাংলাদেশ যেন অসুস্থ হয়ে পড়েছে। সোনাগাজী ও দাগনভূঞার লোকজন ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে দুই উপজেলার মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারব। আমার নির্বাচনি এলাকার দুই দিনের গণসংযোগ বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য স্থগিত করেছি।

সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসলে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে পারব।

খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আমাদের দিক নির্দেশনা দেবেন। তার নির্দেশনা মেনে আমরা সামনে এগিয়ে যাব। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত