ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাপাচার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল রোববার জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় দেন। বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম। সাজাপ্রাপ্ততরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক পাঁচজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো রাতের অন্ধকারে গ্রামের ভিতরে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় ওইদিন বিকালে বিজিবির এক সদস্য বাদী হয়ে ছয়জনকে এজাহারভূক্ত আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত