
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না।
বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, গতকাল সকালে সার বিক্রি করা হবে। সে জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামতো সার না দিয়ে হঠাৎ বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।
পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম জানান, তার দুই বিঘা জমির জন্য ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে ঘুরেও তিনি সার পাননি। আজ সকালে সার পাওয়া যাবে শুনে গেলেও চাহিদামতো সার না থাকায় ফিরে আসতে হয়েছে। তার অভিযোগ, কৃষকদের না দিয়ে অধিক মুনাফার আশায় গোপনে দোকানদারদের কাছে সার বিক্রি করা হচ্ছে।