ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসপাতাল পরিদর্শনে রাঙামাটির ডিসি

হাসপাতাল পরিদর্শনে রাঙামাটির ডিসি

গত শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক, নাজমা আশরাফী।

জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সিভিল সার্জন তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা । এ সময় জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনের সময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন জরুরি সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

আন্তঃবিভাগের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন, তাদের শরীরের খোঁজখবর নেন। অসহায় ও দুঃস্থ ভর্তি সব রোগীদের মধ্যে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক চিকিৎসা সেবার যেকোনো বিষয়ে সহযোগিতার কথা ব্যক্ত করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি, উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা) নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেডিকেল অফিসার ডা. হিরো চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত