ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদক নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

মাদক নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকের ১০ টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্কুল ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর লোকজনদের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. ইব্রাহিম (১৮)। সো কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার আমজাদ আলীর ছেলে ও কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে বর্তমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল বুধবার কুমারখালি থানায় একটি মামলা করা হয়েছে বলে কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

আহত ইব্রাহিমের বড় ভাই মেহেদী হাসান রানিম বলেন,’ আমার ছোট ভাই ইব্রাহিম সকালে এম এন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেসময় মাদক ব্যবসায়ী আরিফের লোকজন পথ থেকে ধাওয়া করে মাদ্রাসার ভিতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তার পিঠে, ঘাড়ে ও মাথায় একাধিক ক্ষত হওয়ায় গুরুতর আহত হয়েছে সে। ‘

তার ভাষ্য, গত রোববার কুমারখালী পৌরসভার শেরকান্দি পশুহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী আরিফের কাছে গাঁজা কিনতে গিয়েছিল ইব্রাহিম। তখন ১০ টাকা কম দিলে আরিফের সঙ্গে বাগবিতন্তা হয় ইব্রাহিমের। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরুদ্ধে ইব্রাহিমকে কুপিয়েছে আরিফের লোকজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত