ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক রিয়াজুল মোস্তফা (২১) পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বুধবার পুলিশ সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

সে কক্সবাজারের কুতুপালং ৬নং ক্যাম্পের বাসিন্দা। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে গতকাল বুধবার সকালে পাসপোর্ট করতে আসে ওই রোহিঙ্গা যুবক।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ জিজ্ঞাসাবাদে ওই যুবক রোহিঙ্গা বলে স্বীকার করে এবং সে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এসেছে এখানে। এ বিষয় আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করেন। উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন দিয়ে এ পাসপোর্ট করার চেষ্টা করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত