ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ শতাংশ। গতকাল বুধবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহামুদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন। বাউবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান খান জানান, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৬১ জন। এ বছরে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮ শত ৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩ শত ৬৫ জন। শতকরা পাসের হার ৮৭ দশমিক ২০। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন ‘এ+’, ৪৬৯ জন ‘এ’, ১১১৩ জন ‘এ-’, ১৩৯১ জন ‘বি’ এবং ৩৯১ জন ‘সি’ গ্রেড।

উপাচার্যের কাছে এ ফলাফল হস্তান্তরকালে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রো-উপাচার্য (শিক্ষা)-এর অনুমোদনক্রমে এবারের এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের পরীক্ষা গ্রহণ শেষে স্পট ইভ্যালুয়েশনের মাধ্যমে মাত্র ২৫ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক এ ফলাফল প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত