
ভোলার লালমোহনে ভিক্ষুক আ. জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও মো. শাহ আজিজ। দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আ: জলিল (৬৫)। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়। অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা। নেই কোন পুত্র সন্তান, রয়েছে ৪ কন্যা সন্তান তারা সাংসারিক ব্যস্ততার কারণে থাকেন শ্বশুর বাড়ীতে। পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ. জলিল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকেন।