ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাঠ্যপুস্তক সংরক্ষণের সম্প্রসারিত ভবন উদ্বোধন

পাঠ্যপুস্তক সংরক্ষণের সম্প্রসারিত ভবন উদ্বোধন

নীলফামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য নির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা সম্প্রসারিত ভবনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শিক্ষা অফিসের পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য নির্মিত সম্প্রসারিত ভবন একটি প্রশংসনীয় উদ্যোগ। নতুন পুরাতন পাঠ্যপুস্তক অতি যত্নসহকারে রাখা যাবে।

সেইসঙ্গে তিনি ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কর্মকর্তা কর্মচারীদেরকে। এছাড়াও তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য বিভিন্ন ইতিবাচক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি জেলার প্রত্যেকটি উপজেলা শিক্ষা অফিসে এ ধরনের ভবন স্থাপন করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন, নীলফামারীতে এটি তার শেষ কর্ম দিবস। এসময় তিনি সবার সুস্থতা কামনা করেন।

উদ্বোধন ও আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত