ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক কর্মশালা

স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক কর্মশালা

চট্টগ্রামের বোয়ালখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উপস্থাপনা করেন, এসডিএফ-র চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুনমুন ঘোষ। এসডিএফ চট্টগ্রাম জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন। কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোকপাত করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী, অর্থপেডিক কনসালটেন্ট ডা. স্বরাপান্দ চক্রবর্তী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত