
শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মেয়ে ডা. শাফা শারারা রহমান দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে ডাক্তারি পেশার শুরু। গতকাল শুক্রবার শরীয়তপুর জেলার সখিপুর থানার কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের সুবিধা বঞ্চিত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাপত্র পান। ডা. শাফা শারারা রহমানসহ চোখ, শিশু, মেডিসিন, গাইনি, অস্থি, চর্ম ও হৃদরোগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন।
ডা. শাফা শারারা রহমান বলেন, বাবা একজন রাজনীতিবিদ হিসেবে জনসেবা আমাকে সবসময় তাড়িত করতো। তাই বাবার আদর্শকে ধারণ করে চিকিৎসক হয়ে বিনামূল্যে দুর্গম চরাঞ্চলের গরীব ও সুবিধাবঞ্চিত রোগীদের সেবা দিয়েই আমার পেশার শুরু করলাম।