ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াশে সড়কের বেহাল দশায় দুর্ভোগ

তাড়াশে সড়কের বেহাল দশায় দুর্ভোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা হাট সড়কের চরম বেহালাবস্থার সৃষ্টি হয়েছে। এ জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এতে এ অঞ্চলের জনদুর্ভোগ চরমে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুল্টা হাট-আগপাড়া মাদ্রাসা মোড় সড়কে খানাখন্দ ও দুই পাশ ভেঙে পড়েছে। এতে এলাকার ছোটখাট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কৃষকেরা ওই ঐতিহ্যবাহী হাটে ধানসহ বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয় করতে যেতে চরম কষ্ট পোহাতে হচ্ছে এবং স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীসহ জন সাধারণ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলেই এ সড়কের বেহালাবস্থার সৃষ্টি হয়। এ কারণে প্রায় ১ ঘণ্টার সড়ক চলাচলে আড়াই ঘণ্টা সময় লাগে। এমনকি ওই সড়কে ছোটখাট যানবাহন উল্টে পড়ারও ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ আহত হয়েছে অনেকে।

স্থানীয়রা বলছেন, এ জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য একাধিকবার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করেও কাজ হয়নি। যেহেতু তাড়াশ উপজেলা শস্য ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত। স্থানীয় কৃষকেরা ওই ঐতিহ্যবাহী হাটে ধানসহ বিভিন্ন পন্য সামগ্রী ক্রয় বিক্রয়ে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য এ হাটের প্রবেশদ্বার সড়ক দ্রুত সংস্কারের দাবি করছেন স্থানীয়রা। এ বিষয়ে গুল্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক আব্দুল অলিম জানান, গুল্টা হাট প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী হাট। প্রতিবছর এ হাট থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও হাটে প্রবেশের প্রধান সড়কের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ কারণে এলাকাবাসীর এ দুর্ভোগ বেড়েই চলছে। এদিকে ওই হাটের ইজারাদার ইউনুস আলী বাবু বলেন, প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবারে এ হাট বসে। ওই বেহালাবস্থার সড়ক দিয়ে চরম কষ্টে জনসাধারণসহ বিভিন্ন ছোটখাট যানবাহন চলাচল করে প্রতিদিন। বিশেষ করে হাট বারে ওই সড়কে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগের শেষ নাই। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রেজাউর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ ওই সড়ক সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হচ্ছে। সরকারি বিধিমতে খুব শিগগিরই সড়ক সংস্কার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত