ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীর খানখানাপুর ঈদগাহ কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সদর উপজেলা বিএনপি, রাজবাড়ী পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি, গোয়ালন্দ পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মো. আসলাম মিয়া বলেন, দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। তাঁর সুস্থতাই জাতির প্রত্যাশা। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং সুস্থ জীবন ফিরে পান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম। দোয়া মাহফিলে বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মুসল্লিও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত