ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌলভীপাড়া গ্রামের রেজাউল করিম (৪০), কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ী উপজেলার নয়াবাড়ি গ্রামের পিকআপ চালক মাসুদ রানা (২৭), বানিয়াটারী গ্রামের মামুন মিয়া (২৬)। গতকাল শনিবার সদর থানায় পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) হাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি পিকআপ গাড়ি কড্ডার মোড় এলাকায় সড়কের উপর গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর বিপিএম (বার) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফের নেতৃত্বে সদর থানার ওসি মোখলেছুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত