
ফেনীর সোনাগাজীতে জেলা কৃষকদলের আয়োজনে বর্ণাঢ্য কৃষক সমাবেশ গতকাল শনিবার বিকালে ছাবের পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ার, নুর করিম, ফেনী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক খুরশিদ আলম, পৌরসভা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, পৌরসভা কৃষকদল নেতা তোতা মিয়া প্রমুখ। কৃষক সমাবেশে জেলার সব উপজেলা থেকে হাজার হাজার কৃষক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।