
ত্রয়োদশ জাতীৃয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। তিনি হলফনামায় উল্লেখ করেছেন ব্যবসা হতে বছরে আয় ৮ লাখ টাকা। এছাড়া নির্বাচনে ব্যয়ের জন্য দুই আত্মীয়ের নিকট থেকে দান হিসেবে পেয়েছেন ৩৫ লাখ টাকা। দাখিল করা হলনামায় দেখা গেছে- তিনি ৪৪ শতাংশ সম্পত্তির মালিক। এরমধ্যে শহরের কোমাইগাড়ী মহল্লায় ৪০ শতাংশ এবং শহরের পার-নওগাঁয় ৪ শতাংশের ওপর ৪ তলা ভবন। পৌত্রিক সূত্রে পাওয়ায় সম্পত্তির কোনো মূল্য উল্লেখ করা হয়নি। সম্পদ হতে বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ঋণগ্রস্থ না বলে উল্লেখ করা হয়েছে। ৭টি মামলা হলেও সবগুলো সবগুলো নিষ্পত্তি হয়েছে। স্ত্রী হুসনী আখতার এবং পেশা সহকারী শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়- নিজের নামে নগদ অর্থ ৮ লাখ ৬০ হাজার টাকা এবং স্ত্রীর ২ লাখ ৫১ হাজার ৪৩৭ টাকা। স্ত্রীর নামে বন্ড-ঋণপত্রসহ আনুষঙ্গিক রয়েছে ১৬ লাখ টাকা। নিজের একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামেও একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা। নিজের ১৫ ভরি এবং স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ রয়েছে। মূল্য ধরা হয়নি। নিজের ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা এবং স্ত্রীর ৩ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া নিজের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৭০ হাজার টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১৮ লাখ ৮০ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া স্ত্রীর আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৯১ হাজার ১৭৫ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৪০ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা।