
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সুপার ওমেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্যায় জুলুমের শিকার হলেও ফ্যাসিষ্টদের সঙ্গে আপোষ করেননি। তিনি যে সফল প্রধানমন্ত্রী তার প্রমাণ জানাজায় লাখো জনতার অংশগ্রহণ।
গতকাল বেগম খালেদা জিয়ার স্মরণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বক্তারা সদ্য প্রয়াত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান। কক্সবাজার প্রেসক্লাবের জমি দাতা, বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনীতির আলোকপাত করে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার প্রেসক্লাবের সদস্য যথাক্রমে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, শামসুল হক শারেক, বাংলা ভিশনের মোরশেদুর রহমান খোকন, হাসানুর রশিদ, মোয়াজ্জেম হোসেন শাকিল, সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, এম বেদারুল আলম, দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন শিকদার, সমকালের ইব্রাহিম খলিল মামুন, দৈনিক কর্ণফুলীর আবদুল্লাহ নয়ন, বৈশাখী টিভির খোরশেদ হেলালি, সিবিএনের আজিজ রাসেল, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক জিয়াবুল হক, দৈনিক আজাদীর শাহেদ মিজান, শাহনেওয়াজ জিল্লু, জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শেখরসহ জেলায় কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা।
এর আগে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন- বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা কামাল উদ্দিন এবং ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।