ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টেলিভিশনে মুক্তি পাচ্ছে ‘দরদ’

টেলিভিশনে মুক্তি পাচ্ছে ‘দরদ’

ঢালিউডের সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো বলিউডের কোনো নায়িকার সঙ্গে কাজ করেছেন ‘দরদ’ সিনেমায়। এতে তার নায়িকা হিসেবে আছেন সোনাল চৌহান। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি যতোটা সাফল্য পাওয়ার কথা ছিল সে অনুযায়ী সাড়া মেলেনি। বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘দরদ’। সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শক ছবিটি দেখে ভালো রিভিউ দিয়েছেন। সেই সিনেমা এবার দেখা যাবে টেলিভিশনে। আসছে রোজা ঈদে টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘দরদ’। এ খবর নিশ্চিত করেছেন পরিচালক মামুন। তিনি জানান, প্রতি ঈদেই বাংলাদেশের সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত