ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বেশ কিছু খাতের বাড়তি কর প্রত্যাহার

বেশ কিছু খাতের বাড়তি কর প্রত্যাহার

ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোনসহ বেশ কিছু পণ্য ও সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এ বিষয়ে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের আর্থিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি সরকার কতিপয় পণ্য ও সেবার ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করেছে। বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড আজ চারটি নতুন প্রজ্ঞাপন জারি করে এসব কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চিকিৎসাসেবা সহজলভ্য করতে ওষুধের ওপর বৃদ্ধিকৃত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

ফলে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাটের হার ২.৪ শতাংশে বহাল থাকবে। এতে ওষুধ শিল্পের বিকাশ অব্যাহত থাকবে এবং ভোক্তাপর্যায়ে মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার ক্ষেত্রে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে গ্রাহকরা বাড়তি খরচ ছাড়াই মোবাইল ও ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। রেস্তোরাঁ খাতে সাধারণ মানুষের সুলভমূল্যে খাবার পাওয়ার সুবিধার্থে থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভণ্ডস্টার হোটেল ছাড়া অন্য সব রেস্তোরাঁর ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবা সহজলভ্য করতে এই খাতেও অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সেবার মূল্য আগের মতোই থাকবে।

এছাড়া পোশাক বিপণন খাতে, নিজস্ব ব্র্যান্ড ব্যতীত অন্যান্য পোশাকের ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নন-এসি হোটেল, মিষ্টান্নভাণ্ডার এবং নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আগে, ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর ব্যাপক করছাড় দেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ই-বুক সেবায় ভ্যাট অব্যাহতি এবং পরিবেশবান্ধব মেট্রোরেলে ভ্যাট মওকুফ করা হয়েছে। হজযাত্রীদের খরচ কমাতে হজ টিকিটের ওপর আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এই উদ্যোগ জনগণের জীবনযাত্রা সহজ করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত