ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক একটি মসজিদ আংশিক জ্বালিয়ে দেয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তারা বলেছেন, গত শুক্রবার অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এ ঘটনা ঘটিয়েছেন। অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে নাবলুসের ওল্ড সিটির ঐতিহ্যবাহী আলনাসর মসজিদে। এএফপিটিভিতে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আংশিক পুড়ে যাওয়া মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এএফপিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ইসরায়েলি সেনারা নাবলুসে অভিযান চালান। স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, ছয়টি মসজিদ ঘিরে অভিযান চালানো হয়। এমন এক সময় এ মসজিদে ধ্বংসযজ্ঞ চালানো হলো, যখন মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করলেন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় ওই শহরে অভিযানের বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মসজিদে ইসরায়েলি দখলদারদের এমন আক্রমণ চালানোর সমালোচনা করেছেন নাবলুসের এনডাউমেন্ট পরিচালক শেখ নাসের আলসালমান। হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র, কী চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে শেখ নাসের অভিযোগ করেন, ইসলাম ধর্মের পবিত্র স্থাপনা আর মসজিদগুলো অপবিত্র করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আলনাসর মসজিদ আংশিক পুড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নাবলুস পৌর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে বিবেচিত। ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা এটি। নাবলুসের পৌরমেয়র হুসাম শাখশির অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী অগ্নিনির্বাপণ কর্মীদের ওই মসজিদে যেতে বাধা দিয়েছে। এ কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।