ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ

ইরানের বিরুদ্ধে ব্রিটেনের ‘ভিত্তিহীন’ অভিযোগের কড়া প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে গত শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ডিপার্টমেন্টের মহাপরিচালক আলীরেজা ইউসেফি তার দপ্তরে তলব করেন। তিনি ব্রিটিশ কর্মকর্তাদের ইরানবিদ্বেষী ‘ভিত্তিহীন অভিযোগের’ তীব্র প্রতিবাদ জানান। ব্রিটিশ সরকার গত মঙ্গলবার অভিযোগ করেছিল, ইরান সরকার ব্রিটেনে রাজনেতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তেহরানের কথিত আগ্রাসী তৎপরতার ওপর লন্ডন গভীর দৃষ্টি রাখছে বলেও দাবি করেছিল ব্রিটেন। এর প্রতিবাদে হুগো শর্টারকে ডেকে ইউসেফি বলেন, ব্রিটিশ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যে ‘বিদ্বেষপূর্ণ অবস্থান’ নিয়েছেন এবং যেসব ‘ভিত্তিহীন অভিযোগ’ করছেন তা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। তিনি আরো বলেন, লন্ডনের এ আচরণ ইরানসহ পশ্চিম এশিয়া অঞ্চলের ব্যাপারে ব্রিটিশ নীতির প্রতি ইরানি জনগণকে আরো বেশি সন্দিহান করে তুলবে। তিনি ইরানি জাতির প্রতি এ ধরনের অগঠনমূলক আচরণ করা থেকে বিরত থাকতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত যথারীতি ইরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত