চট্টগ্রামে ১০ একর জমিতে সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমূদ হাসান খান। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি। বৈঠকে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিডা জানায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আমন্ত্রণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিডা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান এবং সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা সময়ের দাবি। যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। আমরা চাই বিডা চেয়ারম্যান এই বিষয়টি গভর্নরের সঙ্গে তুলে ধরুন। এনবিআরের অডিট কার্যক্রম যেন বাস্তবভিত্তিক ও আলোচনার মাধ্যমে পরিচালিত হয় এমন একটি পরিবেশ চায় উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান বলেন, চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল (বৃহৎ বিল্ডিং আকারে) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এর ফলে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।