গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত ৫০ বছর আমরা দেখেছি, ক্ষমতা ধরে রাখার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সেজন্য শাসন ব্যবস্থায় আমরা একটা মেজর পরিবর্তন চাচ্ছি, সেটি হচ্ছে পিআর কিংবা সংখ্যানুপাতিত পদ্ধতিতে নির্বাচন। অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শাসনতান্ত্রিক ব্যবস্থায় সংস্কারের জন্য জোরালো আলাপ চলছে এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তন হবে এটি গণঅভ্যুত্থানের আগে থেকে ঘোষণা ছিল। সুতরাং, পরিবর্তনের দিকে আমাদের যেতেই হবে। এখন আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে ৪০০ আসন থাকবে, ৩০০ হচ্ছে পুরুষ আর ১০০ হবে নারী। লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমে থাকছে। আর আপার হাউস পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সংবিধান পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী ফোরামের মতো কাজ করবে। তিনি বলেন, বর্তমান সিস্টেমে দেখি বড় দলগুলো থেকে এমপি হয়। ছোট দলগুলো অল্প ভোটের ব্যবধানে হেরে যায়।