ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের বিক্ষোভ

১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের বিক্ষোভ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক অংশে অনৈতিকভাবে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে ফের রাজপথে নেমেছেন চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ আবেদনকারীরা। গতকাল রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে বিক্ষোভে অংশ নেন শতাধিক পরীক্ষার্থী। তার আগে সকাল ১০টা থেকেই জাতীয় যাদুঘরের সামনে জড়ো হয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ৪ জুন ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে মৌখিক পরীক্ষায় বিপুলসংখ্যক প্রার্থীকে ‘বিনা কারণে’ অনুত্তীর্ণ দেখানো হয়েছে। তাদের ভাষ্য, অন্তত ২০ হাজার পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পরও উত্তীর্ণ না হয়ে ফলাফলে বঞ্চিত হয়েছেন, যা প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত