বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের (ফরিদপুর) ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করেছেন। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং একই বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া। পরিদর্শন টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নতুন স্থানান্তরিত ভবনটি ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় করেন। সভায় প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি