
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদ্য প্রকাশিত কমিটিতে সভাপতি পদে মুজাহিদ হাসান এবং সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) দায়িত্ব পেয়েছেন হাফেজ মেহেদী হাসান। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এছাড়া রাবি শাখা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মোজাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ২০২৬ সালের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।