
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে আমাদের নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি