ঢাকা বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কমল স্বর্ণ ও রুপার দাম

কমল স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও কমানো হলো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দামের বড় ধরনের উত্থান-পতন না থাকলেও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দামের পতনের প্রভাবে খুচরা পর্যায়ে এই পরিবর্তন এসেছে। গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক সভায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলমার্কযুক্ত প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের চাহিদা-জোগান, আমদানি ব্যয় এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এনে স্বর্ণ ও রূপার দাম নির্ধারণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বহাল থাকবে। তবে এই বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তন হতে পারে। বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত