ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ম্যারাথন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ম্যারাথন

‘রান ফর দ্য হেল্পলেস চিল্ড্রেন এডুকেশন’ স্লোগানকে প্রতিপাদ্য কওে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়ে গেলো ৩১ জনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছিল অসুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করানের জন্য তহবিল গঠন করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৮০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়। তিনটা ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়, ২ কিলো, ৭ কিলো এবং ২১ কিলো। ২১ কিলোর জন্য বরাদ্দ ছিল দুই ঘণ্টা দশ মিনিট। সময় মতো দৌড় সম্পন্নকারীদের জন্য ছিল বিশেষ মেডেল, জার্সি, খাবার কুপন ও অন্যান্য উপহার সামগ্রী। প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের ধারণকারীদের জন্য ছিল বিশেষ সম্মাননা ক্রেস্ট। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের চেয়ারম্যান ডাক্তার এম মোক্তার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মো. সালাউদ্দিন, কোষাধক্ষ্য শহিদুল ইসলাম, স্থায়ী সদস্য ফিরোজ আলম সুমন, ডেইলি ঢাকা প্রেসের নিউজ এডিটর তৌফিক অপু সহ আরো অনেকে। অনুষ্ঠানে টাইটেল স্পনসর ছিল ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতাল। ফুড পার্টনার ছিল মি: নুডুলস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নেক্সাস টেলিভিশন, চ্যানেল ২৪ ও ডেইলি ঢাকা প্রেস। আজবদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টার ফল আজকের এই ইভেন্ট। অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে এই ভ্যানটি আজকে সফল হয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত। আনন্দের মাত্রাটা আরো বেশি যোগ হয়েছে এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পেরেছি ভেবে। এ আয়োজনকে সফল করতে যারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত