ভারত-নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে গতকাল রোববার পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। এবারের আসরের আয়োজক পাকিস্তান গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও আসরের শেষদিকে এসে সুখবর পেয়েছে বাবর আজমদের বোর্ড।
মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) এই ইভেন্ট ভালোভাবে আয়োজন শেষ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশংসা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরুতে এককভাবে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে যাবে না বলে ভারত। যে কারণে দুবাইকে সঙ্গে নিয়ে শেষপর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজন করে পিসিবি। আর লম্বা সময় পরে নিজেদের মাটিতে কোনো আন্তর্জাতিক আসরের আয়োজনের দায়িত্ব পাওয়ায় শুরু থেকে বেশ সতর্ক ছিল পিসিবি। যে কারণে পিসিবির ওপর সন্তুষ্ট আইসিসিও। পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসর শেষ করায় পিসিবিকে ধন্যবাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।
আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইসিসির কর্মকর্তা ডেভ মাস্কের পাকিস্তান পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, ‘আমি পাকিস্তানের পুলিশকে ধন্যবাদ দিতে চাই।
পাকিস্তানের পুলিশ ও সেনা যেভাবে এই প্রতিযোগিতায় সুরক্ষার দিকটি নিশ্চিত করেছে তা এক কথায় অসাধারণ। পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে অনেক দলই সংশয় প্রকাশ করেছিল। যদিও আমার ব্যক্তিগতভাবে কোনও সংশয় ছিল না। তবে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে বিষয়টা দেখেছে। ক্রিকেটার ও দর্শকদের কোনও সমস্যা হয়নি।’ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানে যায়নি ভারত। ফলে অন্যদেশগুলো পাকিস্তানে খেললেও ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে।