ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

আফগানিস্তানের সাথে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর মিশনে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগাররা।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায় ।

আফগানিস্তান সিরিজের দল থেকে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম‍্যাচেই অভিষেক হচ্ছে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের। তরুণ উইকেটরক্ষক-ব‍্যাটারকে ক‍্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

অন্যদিকে, দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানার। একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, খারি পিয়েরে, জেডেন সিলস।

বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজ,ওয়ানডে সিরিজ,টস,দল,অভিষেক,ব্যাটিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত