কক্সবাজারে এক মার্কিন নারী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌর শহরের সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী এ্যালিজাবেদ কিমেল ও তার সহকর্মী অনচন মাল্লা সকালে সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় অভিযুক্ত যুবক তারেক তাদের গতিরোধ করে এ্যালিজাবেদ কিমেলকে ঝাপটে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তারেক কক্সবাজার শহরের মহাজের পাড়ার মোহাম্মদ ফরিদ ওরফে পান ফরিদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি শিশু ধর্ষণ মামলারও আসামি বলে জানা গেছে।
পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন বলেন, "ভুক্তভোগী মার্কিন নারী কক্সবাজারে জাতিসংঘের একটি সংস্থায় কর্মরত। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীকে আইনের আওতায় আনা হবে।"