ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ছিটকে নিচে পড়ে আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।

শনিবার (১৬ জুলাই) ৬ টার দিকে যশোর -বেনাপোল মহাসড়কের শার্শার থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার কন্যাদাহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ ভ্যানে যাত্রি নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্য শার্শার থানার সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম নামের একটি বাস তার ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ছিটকে নিচে রাস্তায় পরে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় ভ্যানে থাকা অপর এক যাত্রী আহত হয়েছেন।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি জব্দ করে। চালককে আটক হলেও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

যশোর,ভ্যানচালক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত