ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘চাঁদাবাজি-দখলবাজি করে দেশের উন্নয়ন হবে না’

‘চাঁদাবাজি-দখলবাজি করে দেশের উন্নয়ন হবে না’

বাংলাদেশ টেক্সটাইল মিলস (বিটিএম) এর প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেছেন, চাঁদাবাজি আর দখলবাজি করে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করে, তাদের দ্বারা দেশের উন্নয়ন হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হোয়াইট হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাসেল আরও বলেন, বেগমগঞ্জ নানা দিক থেকে অবহেলিত। কিন্তু উন্নয়নের দিকে নজর না দিয়ে সবসময় চাঁদাবাজির দিকে নজর রাখছে কিছু মানুষ। বেগমগঞ্জবাসী সঠিক রাজনৈতিক নেতৃত্বের অভাবে ভুগছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অঙ্গীকার ও আশ্বাসে তিনি বেগমগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চান বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে উপস্থিতদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

উন্নয়ন হবে না,চাঁদাবাজি-দখলবাজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত