
ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, বুধবার বিকেলে তিনি ব্যক্তিগত মোটরসাইকেলযোগে ভোলার খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক জামাল উদ্দিনের সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছে।
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৎ শিক্ষক। তার এমন মৃত্যুতে শিক্ষা পরিবারে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।