ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নবজাতক চুরি মামলায় নারীকে ১৪ বছরের কারাদণ্ড

নবজাতক চুরি মামলায় নারীকে ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় মানবপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আলপনা খাতুন (৩০) নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসব বেদনা অনুভব করায় স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাতপরিচয় নারী বোরকা পরে নবজাতককে কোলে নিয়ে আদর করার কথা বলে বিশেষ কৌশলে পালিয়ে যায়।

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই এলাকার আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আলপনা খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

১৪ বছরের কারাদণ্ড,নবজাতক চুরি,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত