ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জে আলোচনা সভা ও দোয়া

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জে আলোচনা সভা ও দোয়া

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা মহানগর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর, জামায়াতে ইসলামী নায়েবে আমির কবির হোসাইন ও পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম।

এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন জামায়াতে ইসলামী মনোনীত হাজিগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মো. ইকরাম হোসাইন মিয়াজী।

সভা সঞ্চালনা করেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শফিকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জয়নুল আবেদীন, সাবেক সেক্রেটারি শরীফ উল্লাহ পাটোয়ারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা মহানগর পল্টনে সংঘটিত ট্রাজেডিতে শহীদ জসিম উদ্দিনের কবর হাজীগঞ্জের সুদিয়া গ্রামে অবস্থিত। ওই কবর জিয়ারত করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির বিএম কলিম উল্লাহ এবং জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা আমির বিএম কলিম উল্লাহ, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরানসহ অন্যান্য নেতৃবৃন্দ মূল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার সহ সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া,হাজীগঞ্জ,পল্টন ট্রাজেডি দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত