ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হচ্ছে: নেতানিয়াহু

ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হচ্ছে: নেতানিয়াহু

ইরানের হামলায় ব্যাপক ক্ষতির কথা অবশেষে স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৮ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সিতে প্রকাশিত একটি ভাষণে এ কথা স্বীকার করেন নেতানিয়াহু।

তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি।

প্রতিদিনের ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি।

নেতানিয়াহু বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি। আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে।

তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।

এছাড়া গাজায় হামলার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়।’

উল্লেখ্য, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত ইসরায়েলি আহত হয়েছেন।

ইরান,হামলা,নেতানিয়াহু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত