ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
শুক্রবার (২০ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আল জাজিরার।
তিনি বলেন, এটি ইরানের তৃতীয় হাসপাতাল যেখানে হামলা চালানো হয়েছে। ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি বিস্তৃত স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ইহুদিবাদী শত্রুরা নির্মমভাবে আক্রমণ করেছে।
সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনে, ইসরায়েলের আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এদিকে ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরানও তার জোরালো জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা।