অনলাইন সংস্করণ
২০:০১, ১৬ আগস্ট, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি রুশ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন হতো।
রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য টানা অভিযান চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।