ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না’

‘বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বাংলাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকার দেশ থেকে বিতাড়িত করতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেক বাংলাভাষীকে হেনস্তা বা দেশছাড়া করতে দেব না। এমন কোনও চেষ্টা হলে আমরা তার জবাব দেব।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের আড়ালে বিজেপি সরকার জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আইন চালু করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সতর্ক করেছেন, কেউ জরিপ বা তথ্য সংগ্রহের জন্য এলে তাদের কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না।

তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে ৫০০টি দল মোতায়েন করেছে, যারা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। মমতা বলেন, ‘নির্বাচন কমিশন আসে যায়, কিন্তু রাজ্য সরকার থেকে যায়। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না।’

মুখ্যমন্ত্রী বলেন, গরিব মানুষকে ‘বাংলাদেশি’ বলে নির্যাতন করা হচ্ছে, যা তিনি সহ্য করবেন না। তিনি বাংলা ভাষার প্রতি বিজেপির আচরণকেও তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশের জাতীয় ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মমতা বলেন, ‘বাংলা ভাষা ছাড়া জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা সংগ্রামের অবদান ভুলিয়ে দেওয়া হবে। আমরা এই ভাষাগত সন্ত্রাস সহ্য করব না।’

এর আগে, মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেশটির নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন, ‘যদি কারও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে ১০ লাখ বাঙালি দিল্লি অভিমুখে পদযাত্রা করবে ও রাজপথ ঘেরাও করবে।’

দেশছাড়া,‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে,‘বাংলাভাষী,মমতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত